December 23, 2024, 7:36 pm

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় কত মার্কস পেলে লিখিত পাস করা যায়?

  • Published : শনিবার, মার্চ ৩০, ২০২৪
  • 307 Views

অনেকেই জানতে চেয়েছেন নিবন্ধন লিখিত পরীক্ষায় কত মার্কস পেলে লিখিত পাস করা যায়।
নিবন্ধনে রিটেন পাস মার্কস মূলত_
ঐ সাবজেক্ট, ঐ সাবজেক্টে মার্কস পাওয়ার সহজলভ্যতা ও জটিলতা এবং শূন্যপদের ভিত্তিতে রিটেন পাস করানোর কারণে রিটেনে বিভিন্ন সাবজেক্টে পাস মার্কস ভিন্ন ভিন্ন হয়।

১৭তম নিবন্ধনে কোন বিষয়ে ৪০ পেয়েও রিটেন পাস করেছে আবার কোন বিষয়ে ৬০ পেতে হয়েছে।
১৭তমোতে বাংলা, আইসিটি, মনোবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স এবং আরও অল্প কিছু সাবজেক্টে স্কুল পর্যায়ে ৪০ বা এর কাছাকাছি পেয়ে রিটেন পাস করেছে (বাংলায় একটু বেশি হতে পারে)

ইংরেজি ১৭তম স্কুল পর্যায়ে সর্বনিম্ন ৫৩ এবং কলেজ পর্যায়ে সর্বনিম্ন ৬০/৫৯ পেতে হয়েছে।
ম্যাথ স্কুল পর্যায় ৬৩/৬২
কলেজ পর্যায় ৫৯ (ফেসবুকে পাওয়া তথ্য)

এসব কারণে ১৮তমতে কোন বিষয়ে রিটেন পাস মার্কস কত হবে এটা বলা মোটামুটি মুশকিল
তবে আপনাদেরকে সহজ একটা পরামর্শ দিচ্ছি; তা হলো এবার অর্থাৎ ১৭তমতে যে বিষয়ে রিটেন পাস মার্কস যত ১৮তমতে সেই বিষয়ে রিটেন পাস মার্কস তত বা তার কাছাকাছি-ই হবে
যেমন, ১৭তম ইংরেজি স্কুল পর্যায়ে রিটেন পাস মার্কস ছিল ৫৩
১৮তমতেও এই বিষয়ে রিটেন পাস মার্কস ৫৩ বা এর কাছাকাছি ৫১/৫২/৫৪/৫৫ হতে পারে।
তাই আপনাদেরকে বলব ১৮তমতে আপনি যে বিষয়ে রিটেন দিবেন একটু খোঁজ নিয়ে দেখুন ১৭তমতে সেই বিষয়ে রিটেন পাস মার্কস কত ছিল।

বেশির ভাগ সাবজেক্টের ক্ষেত্রে স্কুল পর্যায়ে রিটেন পাস মার্কস ৬০ এর নিচে।
এবং বেশির ভাগ সাবজেক্টের ক্ষেত্রে কলেজ পর্যায়ে রিটেন পাস মার্কস ৫৫+ এবং ৬০ এর উর্ধ্বে নয়।

 

* লেখা : AS Raju Ahmed

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News on this category