November 21, 2024, 4:07 pm
Breaking News :

Khan Method Children Spoken & Primary Grammar Book by Khan Method Publications

  • Published : শনিবার, এপ্রিল ২০, ২০২৪
  • 249 Views
khan method children spoken book price 01400079047
যেভাবে সাজানো হলো –
বইটির মোট অধ্যায় ১৪৮টি। এর মধ্যে কিছু সংক্ষিপ্ত অংশ তুলে ধরা হলো।
বইটি নেওয়ার আগে অবশ্যই সূচীপত্র + বইটির উপর সম্পূর্ণ ভিডিও লেকচারটি দেখে বই নিবেন।
সত্যিই বইটি অসাধারণ। এই বইটি দিয়ে নিজে ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন এবং আপনি নিজেই স্পোকেন সেন্টার প্রতিষ্ঠিত করতে পারবেন, ইনশাআল্লাহ।
.
১. Pronunciation of English Alphabet –
(A-Z পর্যন্ত কোন অক্ষর ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে কতভাবে উচ্চারিত হয় এবং সাথে International Phonetic Alphabet (IPA) Sound কেমন হয় তা দেওয়া হলো।)
.
২. Letter & Alphabet (A-Z পর্যন্ত অক্ষরগুলোর উচ্চারণ কখন Short Sound আবার Long Sound হয় এরূপ ৭৯৬টি Word দেওয়া হলো। ইনশাআল্লাহ এই ৭৯৬টি word আয়ত্ত করতে পারলে Short Sound এবং Long Sound সকল সমস্যা সমাধান হয়ে যাবে।
.
৩. Word & Syllable – (শব্দ এবং শব্দাংশ জন্য ২৩৫টি word দেওয়া হলো। এই অধ্যায়টি পড়ে যে কেউই ইংরেজির ছোট বড় word নিজে থেকেই বানিয়ে লিখতে পারবে এবং পড়তে পারবে।
khan method children spoken book price 01400079047
.
৪. Rules of Spelling & Pronunciation (বানান ও উচ্চারণ শেখার জন্য মোট ২৬৭৫টি word দেওয়া হলো। এদের প্রতিটি উচ্চারণই ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য দেখিয়ে দেওয়া হয়েছে। সাথে প্রায় word-এরই IPA Sound কেমন হয় তা দেওয়া হলো।)
.
৫. Silence of Letter -অক্ষর উচ্চারণ হয় না এমন ১৩৬২টি Word দেওয়া হয়েছে।
এই অধ্যায়টি ‘ব্রিটিশ এবং আমেরিকান’ উচ্চারণের পার্থক্য সহ এবং সাথে প্রায় word-এরই IPA Sound কেমন হয় তা দেওয়া হলো।)
.
৬. Pronunciation of Double Letters (যুগল অক্ষরের উচ্চারণ)
মোট ৮৬৪টি word দেওয়া হলো। ইনশাআল্লাহ এই word-গুলো পড়লে Double Letters -এর সকল উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে।
.
৭. British & American Pronunciation (ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য মোট ১০২৩টি word দেওয়া হলো।)
.
৮. Vocabulary শেখার জন্য ১৯টি অভিনব কৌশল দেওয়া হলো এবং ১৪৪৪টি word দেওয়া হলো। যাদের অনুকরণে হাজার হাজার word বানিয়ে পড়া যায়।
বইটি কুরিয়ারে পেতে কল করুন :
01400079047, 01775526575
.
৯. Noun – এর প্রকার এবং ৯৬০টি Word দেওয়া হলো। এদের অনুকরণে হাজার হাজার শব্দ বানিয়ে পড়া যায়।
.
১০. Pronoun–এর প্রকারভেদ এবং ১৪৪২টি Practice দেওয়া হলো। এদের অনুকরণে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়।
.
১১. Verb & Adjective – জাতীয় Word + Practice মোট ১২৬০টি দেওয়া হলো। এদের অনুকরণে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়।
.
১২. Adverb – জাতীয় Word মোট ৫১৪টি দেওয়া হলো যেগুলি ইংরেজিতে কথা বলার সময় সব সময়ই ব্যবহার।
.
১৩. Preposition- এর ব্যবহার ৭৩৪টি বাক্যাংশের মাধ্যমে দেয়া হলো।
এদের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়।
.
১৪. Conjunction – এর ব্যবহার ৪৩৮টি বাক্যাংশের মাধ্যমে দেয়া হলো। এদের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়।
.
১৫. Number শেখার জন্য ৭৭৪টি বাক্যাংশ দেওয়া হলো। এদের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়।
.
১৬. Tense, Sentence, Case, Gender, Articles, How to Make Questions with Wh-Words, Uses of Punctuation – এদের সকল প্রকারভেদ ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করা হয়েছে। এদের অনুকরণে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়।
.
১৭. Auxiliary verbs শেখার জন্য মোট ২৫৬টি গঠন প্রণালী দেওয়া হলো। এদের অনুকরণে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়।
.
১৮. Uses of Have, Has, Had (আছে, ছিল অর্থে ৪৫টি গঠনের ব্যবহার দেওয়া হয়েছে।)
১৯. Uses of ‘There’ (আছে, ছিল অর্থে ৪৮টি গঠনের ব্যবহার দেওয়া হয়েছে।)
২০. কারোর সাথে আছি/ ছিলাম/ থাকব এরূপ গঠন (৩০ভাবে পড়ার পদ্ধতি দেওয়া হলো।)
২১. কোথাও আছি/ ছিলাম/ থাকব এরূপ গঠন (৩০ভাবে পড়ার পদ্ধতি দেওয়া হলো।)
২২. Uses of It (১৬টি গঠন আলোকে পড়ার পদ্ধতি দেওয়া হলো।)
২৩. Uses of If / Conditional Sentences (৪৫টি গঠনের ব্যবহার দেওয়া হয়েছে)
২৪. Uses of not (not ১৫ভাবে Sentence- এ ব্যবহৃত হয়)
২৫. How to improve your Speaking Skills (৬৮৯টি প্রশ্ন দেওয়া হলো। এরূপ প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার মাধ্যমে যে কেউই ইংরেজিতে কথা বলা শিখে যাবে।
.
২৬. Basic Concepts of Conversations (কথোপকথনের মৌলিক ধারণা উপর ২৫৫টি বাক্য দেওয়া হলো।
২৭. Reading Test & Speaking Practice (দৈনিক ব্যবহৃত হয় এমন ৪৭টি Speaking Practice দেয়া হয়েছে।)
ইনশাআল্লাহ।
বি.দ্র: ২০৮টি ভিডিও লেকচার তৈরি করেছি। ভিডিও লেকচার সহ বইটি নিতে পারেন।
মো. রফিকুল ইসলাম খান। ( লেখক ও প্রকাশক।)
বইটি কুরিয়ারে পেতে কল করুন :
01400079047, 01775526575

Khan Method Children Spoken & Primary Grammar Book by Khan Method Children Spoken & Primary Grammar book price Khan Method Children Spoken & Primary Grammar pdf Khan Method Publications খান মেথড প্রকাশনীর বই কিনুন এখান থেকে

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News on this category