গত বুধবার, ২য় রমযানে ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে, কিছু ছাত্র আতর্কিত হামলা চালায়। হামলায় অনেকেই আহত হয়।
নেটিজেনরা সাম্প্রদায়িক সম্প্রীতির মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিমদের উপরেই এধরনের হামলাকে অত্যন্ত বিপজ্জনক মেসেজ হিসেবে দেখছেন। উল্লেখ্য যে, বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইফতারের উপর নিষেধাজ্ঞা নির্দেশক বিজ্ঞপ্তি এবং সাহরিতে গরুর মাংস নিষিদ্ধের বিজ্ঞপ্তি দিয়েছিল, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও সাধারণ শিক্ষার্থীদের চাপে, অনেক বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সাম্প্রদায়িক উস্কানীমূলক বক্তব্য থেকে সুর পাল্টাতে বাধ্য হয়েছেন।
তবে, চিন্তার বিষয় হলো- ইফতার মাহফিলে এধরনের আক্রমণ সত্যিই চিন্তার বিষয়। এভাবে চলতে থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখা অসম্ভবের কাছাকাছি চলে যাবে বলে অনেকেই মনে করেন।
1. সোর্স লিংক ১: https://www.facebook.com/groups/tuhinkhan/permalink/25116255361323273/?mibextid=Nif5oz
2. সোর্স লিংক ২ : https://www.facebook.com/100064338263686/posts/pfbid0CBp4ibev72SMQekzcbS3XMvd8TyLp3y2G8zu8eSLLjGgZXFCiCEg9eBfSWk6JQtBl/?mibextid=Nif5oz
3. বিক্ষোভ মিছিলের ভিডিও লিংক : https://fb.watch/qO9Be3Mg1F/?mibextid=Nif5oz