নিয়োগ বিজ্ঞপ্তি | প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে |
আবেদন এর শুরুর তারিখ | ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ am |
আবেদন এর শেষ তারিখ | ১৯ মে ২০২৪, ১১:৫৯ pm |
ক্রমিক নং# | পদের নাম | মোট পদের সংখ্যা | গ্রেড ও বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা | |
---|---|---|---|---|---|
১ | ক্যাশিয়ার | ৫৪ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | (ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং (খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স (এমএসওয়ার্ড, এমএসএক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন করতে হবে। |
|
২ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৪৬১ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | (ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতারগতি প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। |
|
৩ | ল্যাবরেটরি টেকনিশিয়ান (নিম্ন স্কেল) | ৩৯ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | (ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
(খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স (এমএসওয়ার্ড, এমএসএক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন করতে হবে। |
|
৪ | স্টোর কিপার (গ্রেড-১৬) | ৪ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স (এমএসওয়ার্ড, এমএসএক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন করতে হবে। |
|
৫ | সহকারী স্টোর কিপার/সহকারী গুদাম রক্ষক | ৪ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স (এমএসওয়ার্ড, এমএসএক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন করতে হবে । |
|
৬ | ড্রাইভার | ৪৯ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্স ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
৭ | ড্রাইভার ট্রাক্টর | ৫ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্স ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
৮ | মিল্ক ভ্যান ড্রাইভার | ২ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্স ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
৯ | ট্রাক ড্রাইভার | ৬ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্স ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
১০ | ড্রাইভার (ট্রলি) | ৪ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্স ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
১১ | ড্রাইভার (লরি) | ৪ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্স ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
১২ | পিকআপ ড্রাইভার | ২ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ) বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্সসহ ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
১৩ | ড্রাইভার পাম্প/পাম্প চালক | ৪ | বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড : ১৬ | ক)কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
মোট পদের সংখ্যা | ৬৩৮ |
গ্রেড ও বেতন স্কেল | পদের নাম, জাতীয় বেতন স্কেল ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
– বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- – বেতন গ্রেড : ১৬ |
শিক্ষাগত যোগ্যতা | – কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং – কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স (এমএসওয়ার্ড, এমএসএক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন করতে হবে। – কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতারগতি প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। – বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্স ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
প্রাথীর বয়স ২০২৪-০৫-১৯ তারিখ পর্যন্ত | ১৯ মে, ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সের উর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। |
পূর্ব প্রস্তুতি | * সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
শর্তাবলী |
|
DLS JOB CIRCULAR 2024 PDF DOWNLOAD