সাম্প্রতিক সময়ে ট্রেনে পাথর নিক্ষেপ একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে ।
কিছু নিউজ বিশ্লেষণ করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
নাম না প্রকাশ করার শর্তে রেলপুলিশের মাঠে কাজ করা এক কর্মকর্তা বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা সাধারণত নিরিবিলি এলাকাগুলোতে হয়ে থাকে। দেখা গেছে রেললাইনের আশপাশে যেসব বাড়ি-ঘর আছে সেখান থেকে কেউ একজন রেললাইনের পাথর নিয়ে নিক্ষেপ করে দিল। অনেক সময় দুষ্টুমির ছলে অনেকে এ কাজ করে থাকে। একটা ট্রেন ৭০ কিলোমিটার গতিতে চলছে ওই সময় কেউ একজন পাথর নিক্ষেপ করলে তাকে আর ধরার মতো নজরদারি থাকে না।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন যাত্রীরা। আহতরা কোনও চিকিৎসা সেবা না পাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।