November 21, 2024, 1:18 pm
Breaking News :

যেসব কারণে বিশেষ গণবিজ্ঞপ্তি চায় না চাকরি প্রত্যাশীরা

  • Published : শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
  • 102 Views

১ থেকে ১২তম NTRCA নিবন্ধনধারীরা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি করেছে বলে গুঞ্জন উঠেছে। এদিকে যুব সমাজ এটিকে দেশে অরাজকতা সৃষ্টির উস্কানি বলে মনে করছে। তাদের মতে,

বিশেষ গণবিজ্ঞপ্তি হলে যেসব ক্ষতির মুখোমুখি হতে হবে

১) ১৮ তম দের নিয়োগ প্রসেস অনেক দেরি হবে। সামনের বছর-ও লেগে যেতে পারে। ntrca কখনোই পরপর ২ টা গণবিজ্ঞপ্তি দিবে না।
.
২) ১৮ তম দের পদ সংখ্যা অনেকটাই কমে যাবে।
.
৩) ১৯ তম সার্কুলার আসতে দেরি হবে, যেটা সামনের মাসে আসার সম্ভাবনা আছে, যারা ভাবছেন ১৮ তম খারাপ হয়েছে তাই আন্দোলনে যাবো না, ভুল করবেন। ১৯ তম তাহলে এই বছর পাবেন না।
.
৪) বিশেষ নিয়োগ হলে, ntrca দুর্নীতিতে উৎসাহিত হবে, বিশেষ নিয়োগ পুরাটাই অবৈধ, এখানে টাকা খেয়ে সবার নিয়োগ নিশ্চিত করবে।
.
৫) এই আওয়ামী প্রেতাত্মা নূরে আলম দুর্নীতিবাজ কে নির্মুল না করলে, পরবর্তীতে অবৈধভাবে অনেক নিয়োগ নিশ্চিত করবে।

 

এছাড়াও যুবসমাজ সবাইকে সোচ্চার হওয়ার জন্য জোর দাবি জানিয়েছে।

 

 

 

 

[আপনার যেকোনো লেখা, মতামত, গল্প, কবিতা এই ওয়েবসাইটে ফ্রিতে পাবলিশ করতে চাইলে পাঠিয়ে দিন ednoub17@gmail.com এ। সাথে আপনার নাম, সংক্ষিপ্ত পরিচয় ও ফেসবুক একাউন্ট লিংক পাঠিয়ে দিতে ভুলবেন না কিন্তু! ]

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News on this category