December 23, 2024, 9:24 pm

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ৩০১৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!

  • Published : সোমবার, মার্চ ১৮, ২০২৪
  • 546 Views

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রাজস্ব খাতের সম্প্রতি ১৫ টি পদে মোট ৩০১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৪-০৩-২০২৪ থেকে । আবেদন করা যাবে ৩০-০৪-২০২৪ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১। সাঁটলিপিকার কাম কম্পিটার অপারেটর-০৫

২। সার্ভেয়ার-২৭২

৩। ট্রাভার্স সার্ভেয়ার-১০

৪। কম্পিউটার-১৩

৫। ড্রাফটসম্যান কাম এরিয়ার এস্টমেটর- কাম সিট কিপার-২৯৫

৬। ড্রাইভার-১২

৭। নাজির কাম ক্যাশিয়ার-১৭

৮। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২১

৯। পেশকার-৩৭৮

১০। রেকর্ড কিপার-২৯১

১১। খারিজ সহকারী-৪৭৪

১২। যাঁচ মোহরার-৪২২

১৩। কপিষ্ট কাম বেঞ্চ সহকারী-৪৮০

১৪। অফিস সহায়ক-১৮২

১৫। চেইনম্যান-১৪৫

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৪-০৩-২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট  (http://dlrs.teletalk.com.bd/)  থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩০-০৪-২০২৪ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News on this category