[[[খোলা চিঠি]]]
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়,
প্রথমে আপনাকে সালাম জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে, সালাম আসসালামু আলাইকুম । দীর্ঘ ১৬ বছর স্বৈর শাসক শেখ হাসিনার পতনের পর দেশের ক্লান্তি লগ্নে আপনার মত একজন শাসক পেয়ে আমরা বাংলার ছাত্র সমাজ ও সর্বসাধারণ মানুষ খুবই গর্বিত। আমরা কখনও কল্পনা করতে পারি নাই আমরা আপনার মতো একজন, সত্য, নিষ্ঠাবান আদর্শ শাসক পাব। আপনার দূরদর্শী, দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে বিগত একটি মাসে যে পরিবর্তন লক্ষ্য করছি, সত্যি সেটি একটি দেশের উন্নতি, দূর্নীতিমুক্ত সর্ব স্তরের জনসেবার মান নিশ্চিতের সবচেয়ে ভালো, পন্থা বলে আমরা ছাত্র সমাজ মনে করি। আপনার মত শাসকের অভাবে ভূগছিল ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আজ পর্যন্ত। আপনার মত একজন শাসক পেয়ে দেশ যেন আজ পূর্ণতা পেয়েছে। আপনাকে পেয়ে আমরা ছাত্র সমাজ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আর এই সুন্দর,সমৃদ্ধশীল বৈষম্যহীন দেশ গড়তে ছাত্র সমাজ ও যুব সমাজের বিকল্প নেই। কিন্তু দেশের এই ক্লান্তির আধার কাটতে না কাটতেই NTRCA কিছু অসাধু কর্মকর্তা মোটা অংকের টাকা আদান-প্রদানের মাধ্যমে আমরা ছাত্র সমাজ, যুবসমাজকে ব্যাতিরেকে অবৈধ ভাবে (১-১২) তম শিক্ষক নিবন্ধন ধারী দের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার চিন্তা করে এবং আপনার কাছে প্রস্তাব পেশ করে। তারা বিগত ৫টি গণ বিজ্ঞপ্তির আবেদনের সুযোগ পাওয়ার পরও নাম মাত্র পাশ নম্বর পেয়ে পাশ করার কারণে নিয়োগ পায়নি। এদের নম্বর এতটাই কম যে মোটামুটি নম্বর ধারীরাও নিয়োগ পায়, কিন্তু তারা পায়নি। NTRCA নীতিমালা এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক তাদের সনদ অবৈধ ঘোষণা করে এবং তাদের বয়স ৪০+, ৪৫+, এমনকি ৫০+ যা নীতিমালার বাইরে। তারা একটি দীর্ঘ সময় লেখাপড়ার বাহিরে ছিল যার ফলে তারা পাঠ দানে খুব বেশি মনোযোগ আকৃষ্ট করতে পারবে না।আপনি জানেন শিক্ষার মান উন্নয়নের জন্য মেধাবী শিক্ষকের ভূমিকা অনসিকার্য। আমরা যারা ১৮ তম শিক্ষক নিবন্ধন ফল প্রত্যাশী রয়েছি রংপুরের শহীদ আবু সাঈদ ভাই সহ ৩৫০০০০+। শহীদ আবু সাঈদ ভাইকে ছাড়া বিশেষ গণ বিজ্ঞপ্তি দেওয়া হলে তার রক্তের সাথে বেইমানি করা হবে না কি? তাই আমরা ছাত্র সমাজ আশা করি (১-১২) তম অবৈধ নিবন্ধন ধারী বিশেষ গণ বিজ্ঞপ্তি না দিয়ে ১৮তম নিবন্ধন ধারীদের ৬ষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুযোগ দান করবেন।এই আমাদের ছাত্র সমাজের কাম্য।
সর্বশেষে আপনার ও আপনার পরিবারের মঙ্গল কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আপনার সহায় হোক। আমীন,,৷৷৷
নিবেদক
১৮তম শিক্ষক নিবন্ধন ফলাফল প্রত্যাশীর পক্ষে
আরিয়ান আহমেদ হৃদয়।
[আপনার যেকোনো লেখা, মতামত, গল্প, কবিতা এই ওয়েবসাইটে ফ্রিতে পাবলিশ করতে চাইলে লিখে পাঠিয়ে দিন ednoub17@gmail.com এ। সাথে আপনার নাম, সংক্ষিপ্ত পরিচয় ও ফেসবুক একাউন্ট লিংক পাঠিয়ে দিতে ভুলবেন না কিন্তু! ]